ভালো ও খারাপ

যশোধরা রায়চৌধুরী

 

চারিদিকে ভালোময়। হে ঈশ্বর, তুমি ভালোময়।

ভালো ও করুণ সবকিছু।

আমাদের অস্তিত্ব কাজলের কালিলিপ্ত, ঘৃতের কু-লীবদ্ধ ধোঁয়া।

খারাপ অধীর পুষ্প, ফুটে উঠতে চায় বরাবর

ভালো চায় কেবলি অলীক

স্বপ্নঘ্রাণ চুষে খেতে, জলে জলে ছড়াতে পরাগ

মৃদু সব কাজ পারে ভালো।

যা কিছু ঘটনাবান, যা কিছু প্রত্যক্ষ, উঁচু হয়ে-ওঠা, শরীরী, বালক

তাই তবে মন্দ, আর ভালো সেই ক্রিয়াময়তার উলটোদিক।

ভালো সেই বালিকা, যে কুয়াশার মতন বেছানো দিঘিময়

ভালো সেই পালিকা, যে সকালের আলো দিয়ে প্রতিজাগরণ তৈরি করে

তারপর সেই আলো ছিঁড়েখুঁড়ে ধোঁয়া উঠে যায়

উনুনের। প্রথম দুধের জ্বাল, প্রথম চায়ের ভাঁড়, প্রথম রুটির ফুলে-ওঠা।