ভেবে নাও

উৎপলকুমার বসু

জোনাকির কাছে আমি চকিতে ওড়ার শিক্ষা নিতে যাই

সন্ধ্যা নামছে আর সারাদিন অনুসরণের পর
আমিও কিছুটা ক্লান্ত, হয়ত কাতর;
ওই যে আসছে ঝড়,  বাতিদানে দীপশিখা
কাঁপছে সংঘাতে, মেঘের আড়ালে
বহু নরকের পাল্লা ও দর্পণ বাতাসে আছড়ে পড়ছে –
হেথা মানুষেরই সমবেত মাথাঠোকা নির্দয় রাক্ষসীর পায়ে,
কাকে ধন্যবাদ দেবে ভেবে দ্যাখো – অল্পবয়েসি ওই ভয়ংকর দানবীকে
নয় তার চতুর্দিকে উড়ন্ত গ্রামীণ স্ফুলিঙ্গের সত্যবাদিতাকে।