মন পালাবেই

শাহনাজ নাসরীন

যতই পাহারা দাও মন পালাবেই
ঘাসের ডাকে চলে যাবেই সে বৃন্দাবন
আর ফিরে এসে শোনাবে চমৎকার রূপকথা

এইভাবে নখের আঁচড় বা বালিশের চুল লুকাতে
অযুত-নিযুত গল্পের সূচনা হবে
বিড়াল, কাঁটাঝোপ, চঞ্চল শিশু জাতীয় শব্দবীজ
সেইসব গল্পের রঙিন বোতাম

আর পা-ুলিপিগুলি পাচার হয়ে যাবে
ভাঁড়ারঘরে বা পুকুরঘাটে
সংসারের জামা ফিটফাট রাখতে
এইসব গল্পগাথার চল সমাজে আছে।