মরি! মরি!

হাবীবুল্লাহ সিরাজী

 

 

প্রথম বালির গায়

যদি কোনো ঢেউ লাগে

নুনে ভাঙে ঘুম

কাঁকড়ার পিঠে কাঁপে আহ্লাদের ছায়া

তার মানে ঘোরলাগা ফেনা

হাওয়া-গন্ধে সমুদ্রের স্বর

মরি! মরি! আমার ধীবর!

 

দ্বিতীয় অধ্যায় যদি পতঙ্গের পথ

পেছনে পাহাড় নিয়ে খোঁজে লতাপ্রেম

উবু হয় কোলাহল

মাটিরও তো মানে হয় সর্পিল চূড়ায়

রাতদিন একাকার

অবহেলা আকাশে বিলীন

মরি! মরি! আমার রঙিন!

 

তৃতীয় উজ্জ্বল খুলে

ভুলে গেলে বাম-ডান

মিল দিয়ে ডাক দেয় চিল

যদি তার গতি বুঝে

সর্বগোত্রে মেলে অভিযান

ওপারেই অন্য কোনো যতি

মরি! মরি! আমার সুমতি!

 

চতুর্থ বিরহ ছুঁয়ে

যেই দ্বীপ একা খোঁজে হারানো নাবিক

শামুকেরা, শিকড়েরা বড়ো হ’তে-হ’তে

মায়াবুকে গড়ে কল্পনীড়

তারও তো বৃত্ত আছে

পাথরের পিঠে নড়ে নতুন শরীর

মরি! মরি! আমার কবির!