মৌলিক

গ্রাম্য অথবা শহুরে একটা প্রলেপ 

থাকে দৃশ্য দৃশ্যান্তর

এই হাবভাবে বেড়ে ওঠা ভিন্নতর দৃষ্টিভঙ্গি 

প্রেক্ষাপট নিয়ে মহাজীবনকে উপভোগ করে

তবু শূন্যতা এড়ানো সম্ভব হয় না

যা দেখি তা সত্য কি না

আর যা দেখি না তা কি মিথ্যা হয়ে যায়?

নাড়িপোঁতা গ্রাম মনে এসে ভিড় করে 

খোলা হাওয়ায় নিজেকে ছড়িয়ে দিই

হাঁপানো শহর পার্কে গ্রাম্য পথঘাট খুঁজে ফিরে