লন্ডনের লিসা

বলবয় থেকে চ্যাম্পিয়ন হওয়ার দুরূহ স্বপ্নের

প্ররোচনা আমাকে কেবলই করেছে বিদীর্ণ।

আশা ছিল সঠিক আঘাতে বার্ডি পেয়ে যাবো বারবার,

কখনো হঠাৎ পাবো সোনালি ঈগল।

স্বপ্নের ধূসর ছাইভস্ম মেখে কী অদ্ভুত চেহারা আমার!

সোনালি ঈগল পাওয়ার আকাক্সক্ষা সুদূরপরাহত।

কাঁটা ঝোপ, পানির পরিখা পার হয়ে

বল আমার কেবলই হয় লক্ষচ্যুত

বারবার আমার কপালে মিলে বগি,

ভুল শুধরে নেওয়ার চেষ্টায় আবার মিলে বগি,

আবার ডবল বগি।

লন্ডনের লিসা, তোমাকে ভুলিনি।

ভুল মানুষের অপেক্ষায় তুমি

পার করে দিলে সারাটা জীবন।

স্মরণের ক্যানভাসে পঞ্চাশ বছর পরে

আগের পোর্ট্রেট এঁকে ভুল করবে তুমি;

লিসা, আমাকে না দেখে ভালো থাকো তুমি।

এই পোড়া মুখ কীভাবে দেখাবো তোমায়।