সুহিতা সুলতানা

লোভ তাকে কতটা অন্ধ করে দিয়েছে
দ্যাখো। রাত পোহালেই যে ভোর হয়
বেকুব বোঝেনি তা। রাক্ষসগ্রামের
অধিপতি হয়ে মড়মড় করে হাড় চিবুতে
থাকে। একদিকে করোনার জৌলুস
অন্যদিকে গুঞ্জরিত আলোর বেদনা
বন্দিজীবনে খুব পরাধীন হয়ে আছি
এই যুদ্ধ যুদ্ধ খেলার বড় মর্মান্তিক
পরিণতি। পৃথিবী বদলে গেলেও লোভী
জুয়াড়ি মেতেছে খণ্ডযুদ্ধে। অনিয়মের
আগুনে পুড়িয়ে দিচ্ছে লোকালয় ও
পথের উচ্ছ্বাস । এভাবে গ্রন্থের
ভেতরে কেউ বিষ ঢেলে দেয়? কী
আশ্চর্য গোত্রচ্যুত মাছিদের সম্রাট
তুমি আজ! এভাবে কেন ঝিকিমিকি
খ্যালো? আমার মনোযোগ কখনো
তোমার দিকে ছিল না! হঠাৎ সাদা
পৃষ্ঠাজুড়ে শুরু করে দিলে উলঙ্গ নৃত্য
এত স্বপক্ষপাত দেখিনি আগে …