শালফুল

মজনু শাহ

শালফুলের গন্ধে ভরে উঠল এই অ্যাম্ফিথিয়েটার। হেসে চলেছে
বর্ণচোরা। কুঞ্জ নামের মেয়েটি তাকে থামানোর চেষ্টা করছে।
আরো কে কে এলো রে, রতœপাথরে হেলান দিয়ে আছে বুঝি
কোনো অন্ধ চাঁদ! চাইছি এখন বুনোগদ্য, দেবতার হাসি, ঘুম আর
সমস্ত রুমঝুম। যে-ছন্দে ভ্যাগাবন্ড ঘোরে জঙ্গলে। গানে গানে
ফর্দাফাই হয় বুলবুলি। যে-ছন্দে মুছে যায় উড়ন্ত ঈগলের কায়া।
অসীমের দিকে ঝাঁপ। ডিপ্রেশন, প্রিয়। ছায়াযুদ্ধ, আবার মেনে নিও…