রক্ত এবং মাংস জুড়ে

তোর কেন এই ভয়

ভালো যদি বাসিস নারী

কেনরে সংশয়

ভালো যদি বাসিস তবে

মাতাল হয়ে যা

অন্ধ এবং বধির হয়ে

অধীর হয়ে যা

ভালো যদি বাসিস নারী

ঢেউ তুলে যা মনে

ভালোবাসা মরণ খেলা

খেলবি দুইজনে

তুইতো জানিস কেমন ক’রে

বাসতে ভালো হয়

কেমন ক’রে ঝড়ের মতো

বাতাস শুধু বয়

আমার যত ইচ্ছে আছে

তুলে নে দুই হাতে

আমাকে নে বিপুল তোর

রক্ত কণিকাতে

আমার হাতে তুই রমণী

শব্দভরা বাঁশি

বাজাই তোকে বাজাই আমি

বাজতে ভালোবাসি

ভালো যদি বাসিস নারী

আয় শরীরে মনে

রক্ত জুড়ে আগুনলাগা

সঘন চুম্বনে

স্বপ্ন আমার তুই রমণী

তোর কেন এই ভয়

ভালো যদি বাসিস তবে কেনরে সংশয়