স্বর্ণলগ্ন

তিন

স্বর্ণমাছি উড়ে উড়ে ঘোরে

আনাগোনা সোনার আড়তে

স্বর্ণপাতে খোঁজে ঘ্রাণ

অর্ধেক ভোজন যদি হয়!

চার

ঝরছে আকাশ থেকে স্বর্ণবৃষ্টি

স্বর্ণ-শীল পড়ছে গড়িয়ে

শিশুরা কুড়ায় আর ভিজে

ঝিল থেকে বিলে

লাফিয়ে উঠছে স্বর্ণ-কই

কিশোরেরা হইচই করে আর ধরে

পাঁচ

কৃষকের গোলাভরা স্বর্ণ

মণ-দরে বিক্রি করে হাটে

খুব দ্রুত বাড়ে স্বর্ণমাছ

পুকুরেও সোনা ফলে

হাঁকে ডাক স্বর্ণমহাজন

১৯৭১, ১৯৭১ … ২০২১, ২০২১ …

ভিড় করে প্রাজ্ঞ পাইকার

সারাক্ষণ স্বর্ণহাসি হাসে স্বর্ণদাঁতে