হাজার বছর পরে বঙ্গবন্ধু

(অন্নদাশঙ্কর রায়ের ঋণস্বীকারপূর্বক)

স্বপ্নেরা ভাঙে, স্বপ্নেরা গড়ে শিহরণ অবিরাম
কল্পনা তার কাঁথা বুনে চলে দিনরাত একা একা
স্বপ্নের গায়ে কখনো দেখেছি প্রগাঢ় রক্তলেখা
জ্বলজ্বলে রাঙা ক্ষত,
আশার আকাশে ঘনিয়েছে কালমেঘ,
আবার কখনো জীবন হেসেছে লীলায়িত সুখে,
এভাবেই কতকাল কেটে গেছে এই বাংলায়
হাজার বছর –
কত আনন্দে কতটা তৃষায় কেটেছে দিবস-নিশি
বদলেছে কাল – মানুষ দেখেছে জীবনের উঠাপড়া
এই বাংলায় পদ্মা-মেঘনা নেই আর বহমান
তবুও মধুর বাঙালিজীবন হাজার বছর পর
কীর্তি তোমার বঙ্গবন্ধু আজও ভাস্বর – আজও অবিনশ্বর ॥