হৃদয়-দুয়ারে ধরো গান

বাড়ালেই ধরে ফেলবে এই মগ্নতায়

ঝোলের আলু কেটেছে, চাটনির আমও,

অথচ তেল-মশলার টানাটানি

কলুর কলও বন্ধ

চিন্তামণি নিদ্রাতুর এই মনে জাগে!

ধরে ফেলবে এই শুভ বাসনায়

রাত্রির গেরো কাটাতে

গোপালকে বলেছে শান্ত

থাকো, হৃদয় দুয়ার মেলে গান –

ধুয়ো দিতে দিতে দেখ, চোখ

ভালোবেসে একদিন অন্ধ হবে ঠিক

কলুর মালিক আবার জমাবে তেল কলে,

বঁটিতে ধার দিয়ে আবার আলুকে কাটব ফালা ফালা।

Published :


Comments

Leave a Reply