অলৌকিক বিষণ্নতা

এ-শহরে রোদ্দুর মিলিয়ে যাবার কালে –

এক অলৌকিক বিষণ্নতা গলে পড়ে,

অন্তহীন নিঃসঙ্গতার গহিনের জালে – 

পথ-হারানো বিকেল মুখ লুকায় অভিমানের আড়ালে;  

এ-শহরে মানুষ চোখ মোছে ভ্রাম্যমাণ হৃদয়ের গনগনে চুম্বনে, 

প্রেম বিসর্জন দেয় সন্ধ্যার আলিঙ্গনে সামাজিক প্রয়োজনে – 

অনুগত জীবনের লোভে হৃদয়ের কল্পিত মগজে, 

কাটাকুটি খেলে যায় পুঁজিবাদী সুখের কাগজে –

এই শহরে বুনো ফুলে মজে না কেউ সামাজিক প্রেমে,

মানুষের চোখগুলো ভেজে না আর হৃদয়ের জখমে,

তবু আমি দাঁড়িয়ে থাকি এ-শহরের ধূসর পথে – 

কেউ যদি তুলে দেয় কামিনীর গন্ধ মাখানো হাতে,

সেই প্রেমের কবিতা যা লেখা ছিল আমার অভিমানের পাতাতে!!