কার মুখ চেয়ে সাজিয়ে রাখছো রুদ্ধ পুষ্পবাণ

কার কাছে চাও শর্তমুক্ত ঠাঁই –

সব জেনো মিছে, যদি জেনে থাকো

শূন্য অভ্র, চারিপাশ ফাঁকা, প্রিয়জন পাশে নাই।

কার বিপরীতে শাণিয়ে রাখছো ক্রুদ্ধ অগ্নিবাণ

কার মুখে চাও কম্প্র নম্র চোখে –

সব স’য়ে যাবে ঝড়-জল-খরা

স্বর্ণকুম্ভ মাটি হয়ে যাবে, নিয়তি যদি না-রোখে।

কার স্মৃতি পুষে বাসনা ভুলেছো, পূর্ণ অধিষ্ঠান

কার হাতে চাও দিব্য মুক্তি পেতে –

সে-ই হবে দেখো অজেয় শেকল

পূর্ণস্থিতি কোথাও পাবে না, কোথাও পাবে না যেতে।

কার হাত ছুঁয়ে উড়বে আকাশে স্বপ্নঋদ্ধ প্রাণ

কোন ঘাটে যাবে লগ্নভ্রষ্ট তরী –

বলবে না কেউ, চাঁদ ডুবে যাবে,

স্বপ্নচ্যুত আহা ভুল বিভাবরী! আহা, ভুল বিভাবরী!