বন্দি পাখি

পরিণাম যে নির্মম হবেই

আগে থাকতেই জানা

চারপাশে খুব কড়াকড়ি

বিঘ্ন বিপদ নানা

জাইনা-শুইনাই বিষ খাইয়াছি

বিষের বর্ণ নীল

দংশন ছোবল জান পেরেশান

মৌচাকে দ্যায় ঢিল

পরানপঙ্খি আমি তোমার

খুলবা কবে খাঁচার দুয়ার

ভালোবাইসা হইছি কঙ্কাল

খাইতে দিচ্ছ সকাল-বিকাল

একটু পানি দানা।

ওড়াউড়ি আর কী হবে?

মুক্ত স্বাধীন হই যে কবে

বন্দি যে একটানা।