খোঁপায় বাগান সুন্দর হইল
রঙ্গন ফুলের রংটা লাল
সংযম ধইরা রাখতে কষ্ট
মন কী ব্যাকুল হয় বেহাল।
ছোঁয়া যায় না সেই ফুলে রে
রই বেচইন কোন ভুলে রে
দুঃখের নিশি কাটতে চায় না
কিচ্ছুতে আর শান্তি পায় না
দেখবে কবে ভোর সকাল।
রঙ্গন পুষ্পের বর্ণিল ছটায়
আবেগ-উচ্ছ্বাস ধুলায় লুটায়
বুকের ভেতর দ্যায় সে মোচড়
কাঁইপা ওঠে কইলজা অন্তর
এই আসক্তিই হইল কাল।
খোঁপা ছুঁইতে দ্যায় না রে সে
ছন্নছাড়া যাই যে ভেসে
মনে জিদ হয় ডুইবা মরি
উদ্ধার করবে নাই রে তরী ভাঙা নৌকার বৈঠা হাল।
Leave a Reply
You must be logged in to post a comment.