সে আশ্চর্য দহ

হৃদয় এক আশ্চর্য দহ বলেছি যেই

খিলখিল, শ্যামা বউদির হাসি উল্লোল;

হিল্লোল থামলে ঘোমটা নামিয়ে

চোখের গহন কাজল তুলে

টিপ আঁকলেন কপালে

শরাহত পথিক সে-জন, বোঝে

এক নয় – ভুবন, আঁচলে সামান্যই ঢাকে।

তোলপাড় দহের জল

শ্যামাবউটি দরজা সদরের।