আইজাজ আহমদ

  • অপরত্ব ও ‘জাতীয় রূপক’-বিষয়ক জেমসনীয় বাগাড়ম্বর

    অপরত্ব ও ‘জাতীয় রূপক’-বিষয়ক জেমসনীয় বাগাড়ম্বর

    ভূমিকা ও অনুবাদ : সুরেশ রঞ্জন বসাক  ভূমিকা উপনিবেশবাদের একটি অনপনেয় উত্তরাধিকার হলো, ঔপনিবেশিক শক্তিগুলি এক বিশ্বকে প্রাচ্য-প্রতীচ্যে দু-টুকরো করেই ক্ষ্যান্ত হয়নি, প্রথম বিশ্ব, দ্বিতীয় বিশ্ব এবং তৃতীয় বিশ্ব – এই তিন বিশ্বে ভাগ করে ছেড়েছে। এসব বিভাজন রাজনীতি,  অর্থনীতি,  সংস্কৃতি,  সমাজনীতি, ভাষা-সাহিত্য ইত্যাদি ছাড়াও ভৌগোলিকভাবে বিউপনিবেশিতদের চিন্তা ও মননে স্থায়ী বিভাজন-চিহ্ন এঁকে দিয়েছে। আরেকভাবে…