এ. এম. হারুন অর রশীদ

  • আইনস্টাইন এবং অবিস্মরণীয় কোয়ান্টাম-বিতর্ক

    আইনস্টাইন এবং অবিস্মরণীয় কোয়ান্টাম-বিতর্ক

    আইনস্টাইন কি সবসময়েই নির্ভুল ছিলেন? পদার্থবিজ্ঞানের যুগান্তকারী গবেষণায়, নতুন ধারণাসৃষ্টির বিস্ময়কর প্রতিভায়, আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শান্তি-আন্দোলনের একনিষ্ঠ সংগ্রামে এবং এমনকী দুইবার জার্মান জাতীয়তা পরিত্যাগ করার ব্যাপারেও আইনস্টাইন কি সবসময়ে ঠিক ছিলেন? প্রশ্নহীন শৃঙ্খলাপূজারী জার্মান জাতির অতি অনুগত একজন হওয়া গতানুগতিকতাবিরোধী আইনস্টাইনের পক্ষে যে অসম্ভব ছিল, একথা সহজেই বলা চলে। অন্যদিকে ইহুদি রাষ্ট্র স্থাপনের ব্যাপারে তিনি…