কিন্নর রায়

  • বাঙালির নব-নব জাগরণের বৃক্ষপুরুষ

    বাঙালির নব-নব জাগরণের বৃক্ষপুরুষ

    ১৯৪৭-এর ১৪-১৫ আগস্ট র‌্যাডক্লিফ রোয়েদাদে ভারতভাগ ও সেইসঙ্গে ভারত ও পাকিস্তান নামে দুটি স্বতন্ত্র রাষ্ট্রের জন্ম অখণ্ড বাঙালি জীবনে এক সার্বিক বিপর্যয় বহন করে আনে। তখনকার সংবাদপত্র, রেডিও আমাদের গতানুগতিকতায় নতুন যে কিছু শব্দ নির্মাণ করে প্রায় অভ্যাসে পরিণত করে দিতে পারে, তা হলো উদ্বাস্তু, শরণার্থী, শরণার্থী শিবির, উদ্বাস্তু শিবির, ত্রাণ, ছিন্নমূল, জবরদখল কলোনি, বাস্তুহারা…