জরিনা আখতার

  • কবিতাকাশের গুচ্ছ

    ১.  পান্হপাদপ হতে চেয়েছি –      ক্লান্ত বাউলের ছদ্মবেশে যদি আসো তুমি,      একতারা থেকে হয়তো সুর ঝরবে না,       হয়তো কোনো না-শোনা গান কখনো শোনা হবে না,       হয়তো আমাকে চিনতেই পারবে না,        ফিরে যাবে – ফিরেও তাকাবে না;        তবু যদি আসতে। ২.   ধুলোভরা পথ হতে চেয়েছি –       তোমার দুপায়ে জড়িয়ে…

  • কথা

    কথাদের যে এতটা বিধ্বংসী শক্তি আছে তা জানা ছিল না আগে – আণবিক বোমার চেয়েও ভারী একটি দুটি নয় শত শত হিরোশিমা-নাগাসাকি ধ্বংস করতে সক্ষম, হিরোশিমা-নাগাসাকি তবু বেঁচে উঠেছে – বেঁচে আছে হিরোশিমা-নাগাসাকি আবার জীবনের উত্থান ঘটেছে সেখানে নৈসর্গিক শোভায় শোভিত হয়েছে বন-বনানী ধ্বংসযজ্ঞ উৎপাটিত করে পলিময় হয়েছে মাটি, ধুঁকে ধুঁকে মরতে মরতে বেঁচে উঠেছে…

  • চুরি হয়ে যায় যে-জীবন

    ঘুমের ভেতরে আর এক ঘুম এসে চুরি করে নিয়ে যায় দিন যাপনের খেলা – সেই শৈশব আর দেখি না, দেখি না কৈশোর, তারুণ্যের কাল; আর শৈশবের সেই নদীটি – স্রোতে ভাসমান রাজহাঁসগুলো দেখি না পৈতৃক ভিটেয় ফুলে ফুলে ছেয়ে থাকা কামরাঙা গাছটি কোথায় – এভাবেই তবে চুরি হয়ে যায় আমাদের অতীত! এক ঘুমের ভেতরে তবে…

  • কথা

    কথাদের যে এতোটা বিধ্বংসী শক্তি আছে তা জানা ছিল না আগে – আণবিক বোমার চেয়েও ভারী একটি-দুটি নয় শত শত হিরোশিমা-নাগাসাকি ধ্বংস করতে সক্ষম, হিরোশিমা-নাগাসাকি তবু বেঁচে উঠেছে – বেঁচে আছে হিরোশিমা-নাগাসাকি আবার জীবনের উত্থান ঘটেছে সেখানে নৈসর্গিক শোভায় শোভিত হয়েছে বন-বনানী ধ্বংসযজ্ঞ উৎপাটিত করে পলিময় হয়েছে মাটি, ধুঁকে ধুঁকে মরতে মরতে বেঁচে উঠেছে প্রকৃতির…