জহুরুল ইসলাম

  • সোনালি স্বপ্ন

    সবুজ আগুনের চারা মাঠে মাঠে, বাতাসে দোল খায়। মেঘের ডানা খসে পড়ে আগুন পাতায়, মাঠের বুকে সবুজের ঢেউ। বৃদ্ধদিনে সোনালি রং ঝরে পড়ে সবুজ দেহে। প্রাণোৎসবে মেতে ওঠে মাঠ। একদিন বাবার আঙুলে ঝরে পড়ে সোনালি আভা – স্বপ্নগুলো শুয়ে থাকে উঠোন জুড়ে, শুকায় রোদ্দুরে।

  • সোনালি ভোরের আশায়

    পালক গজানো পাখির ছানার মতো বারবার ডানা ঝাড়ে মন। নিষিদ্ধ আঁধারে কতদিন কেটে গেল, কত প্রার্থনায় কথা বলি – একটা ভোরের আলো দাও, গেয়ে উঠি পাখির মতো। যত যন্ত্রণায় হয়েছে ক্ষত পৃথিবীর দেহ, সব ভুলে যেতে চাই। সবুজ ছায়ায় পাখির নীড়ের কথা ভাবি, সকাল ও সন্ধ্যায়। একটা ধবল রাত যদি আসে সব পেঁচা গান গাবে,…