সোনালি ভোরের আশায়

পালক গজানো পাখির ছানার মতো

বারবার ডানা ঝাড়ে মন।

নিষিদ্ধ আঁধারে কতদিন কেটে গেল,

কত প্রার্থনায় কথা বলি –

একটা ভোরের আলো দাও,

গেয়ে উঠি পাখির মতো।

যত যন্ত্রণায় হয়েছে ক্ষত পৃথিবীর দেহ,

সব ভুলে যেতে চাই।

সবুজ ছায়ায় পাখির নীড়ের কথা ভাবি,

সকাল ও সন্ধ্যায়।

একটা ধবল রাত যদি আসে

সব পেঁচা গান গাবে,

ভূতলে ও গাছের ডালে।

এ-হৃদয় পাখির ছানার মতো ডানা ঝাড়ে

সোনালি ভোরের আশায়।