জহুরুল ইসলাম

  • সোনালি ভোরের আশায়

    পালক গজানো পাখির ছানার মতো বারবার ডানা ঝাড়ে মন। নিষিদ্ধ আঁধারে কতদিন কেটে গেল, কত প্রার্থনায় কথা বলি – একটা ভোরের আলো দাও, গেয়ে উঠি পাখির মতো। যত যন্ত্রণায় হয়েছে ক্ষত পৃথিবীর দেহ, সব ভুলে যেতে চাই। সবুজ ছায়ায় পাখির নীড়ের কথা ভাবি, সকাল ও সন্ধ্যায়। একটা ধবল রাত যদি আসে সব পেঁচা গান গাবে,…

  • চিরকাল ঘুমায় এবার

    জহুরুল ইসলাম   ঝলমলে রৌদ্রের অন্ধকারে, পথের কিনারে, জলে ছেঁড়া ফুল পড়ে থাকে অশ্বত্থের তলে।   এই পথে পথিকের আনাগোনা ঢের। তবু চুপিসারে ফেলে অন্ধকারে গিয়েছে যে চলে।   তরাসে বাতাসে বুক তার হিম হয়ে আসে। অাঁখি দুটি তার চিরকাল ঘুমায় এবার।   আকাশের তারা ঢালিতেছে আলোর ফোয়ারা। তবু চোখে ঘুম, বাহিরে কান্নার ধুম।