ঝর্না রহমান

  • কবিতার বয়ানে ইতিহাসের চিত্র

    মিনার মনসুরের কবিতার বই ব্রাসেলসের সন্ধ্যাটি ছিল মনোরম বেরিয়েছে ফেব্রুয়ারি ২০২৩-এ। বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের নামের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের হতভাগ্য দুই নারীর নাম – যাঁরা ১৯৭৫-এর ১৫ই আগস্টে হারিয়েছিলেন তাঁদের পিতামাতা, ভাইবোনসহ পুরো পরিবার, বাংলাদেশ ডুবে গিয়েছিল এক নারকীয় অন্ধকারের অতলে। সেদিন তাঁরা ছিলেন ব্রাসেলসের রাষ্ট্রদূত সানাউল হকের বাসভবনে। সেখানেই পেয়েছিলেন সেই ভয়াবহ ঘটনাটির  প্রথম…