তাহমিনা রহমান

  • শ্রাবণদিনে হারিয়েছে সুন্দরী

    মেঘের গর্জনে কেঁপে উঠি দুর্জয়-ঝড় এলো বুঝি উড়িয়ে নিয়ে যাবে – খেয়ার ডিঙ্গি! বহুরূপী-রূপ বদলায় ক্ষণে ক্ষণে মেঘ উড়ে কালনদী ঝড়ঝঞ্ঝা যেন মাতাল ক্ষ্যাপা হাতি; আকাশ-বাতাস দেহ নাচিয়ে হাসে জন্তুর হাসি নিপোশাকে নেমে আসে চক্ররাশি। রোদফাটা মাটির কণায় গড়ায় প্রেয়সী উর্বশী আলিঙ্গনে মাতে লাভা অগ্নিগিরি; পরাবাস্তব রংধনুর লীন হাসি দেখে হেসে উঠি হেসে ওঠে আঙিনা…