শ্রাবণদিনে হারিয়েছে সুন্দরী

মেঘের গর্জনে কেঁপে উঠি দুর্জয়-ঝড় এলো বুঝি

উড়িয়ে নিয়ে যাবে – খেয়ার ডিঙ্গি!

বহুরূপী-রূপ বদলায় ক্ষণে ক্ষণে মেঘ উড়ে কালনদী

ঝড়ঝঞ্ঝা যেন মাতাল ক্ষ্যাপা হাতি;

আকাশ-বাতাস দেহ নাচিয়ে হাসে জন্তুর হাসি

নিপোশাকে নেমে আসে চক্ররাশি।

রোদফাটা মাটির কণায় গড়ায় প্রেয়সী উর্বশী

আলিঙ্গনে মাতে লাভা অগ্নিগিরি;

পরাবাস্তব রংধনুর লীন হাসি দেখে হেসে উঠি

হেসে ওঠে আঙিনা বনানী তন্বী

নাচতে নাচতে শূন্যে উড়াল দেয় ডানাভেজা শকুনি

ফুটেছে ওই গন্ধরাজ শুভ্রকলি।

কে যেন ডাকে অক্লেশে দিনরাত বাইরে এসো রূপসী

চাতকের মতো ডাক শুনি কান পাতি

গৃহকোণ থেকে উঠোন, উঠোন থেকে পথে নামি

কলরোলে রংবাজি খেলায় মাতি।

কারা যেন রটায় গাঁয়ে আমার হারানো বিজ্ঞপ্তি

শ্রাবণদিনে হারিয়েছে  সু-ন্দ-রী।