নাফিস সাদিক

  • ভাষার পথ ধরে গভীর অনুসন্ধান

    ভাব প্রকাশের মাধ্যম হিসেবে মানুষ সৃষ্টি করেছে ভাষা। সময়ের সঙ্গে চেষ্টা করেছে তাকে নানাভাবে সুশৃঙ্খল করতে।  তৈরি করেছে বিবিধ নিয়মকানুন, সুনির্দিষ্ট রূপরেখা। কিন্তু শৃঙ্খল দিয়ে সবসময় কি বেঁধে রাখা গেছে ভাষাকে? ভাষার চেনারূপের এক ধরনের বিপর্যয় পরিলক্ষিত হয় কবিতায়। চিত্রকলা বা চলচ্চিত্রের মতো শিল্পমাধ্যমগুলিতেও প্রায়শ ভেঙে পড়ে আমাদের চেনা বাস্তবের দৃশ্যমান রূপ। এই ভাঙন বা…