নিয়াজ মাহমুদ

  • বাঁকবদলের কবিতা

    পিয়াস মজিদের লেখা বইয়ের নামটি আমাদের মনে একটা নস্টালজিক আবহ নিয়ে হাজির হয়। ধারণা হয়, কৈশোরে কোনো ভালো-লাগা কিশোরীর স্কার্টের পার্পল প্রহেলি একদা এক কিশোরকে ভুলিয়েছিল, আজ সেই মেয়েটির নাম কিংবা চেহারাটি মনে নেই, স্মৃতিতে শুধু ঝুলে আছে উজ্জ্বল পার্পল রঙের স্কার্টের সর্পিল জ্যামিতিক ঢেউ। কবিতার বইটি পড়তে গেলে ধারণা ভাঙবে পাঠকের। অতীত প্রাসঙ্গিক হলেও…