মাকিদ হায়দার

  • মুমু

    বিলাপ করিনে আর ‘পথে হেঁটে চলি মনে মনে বলি’ কী হবে বিলাপ করে। বাড়িটির ছাদে মাঝে মাঝে দেখি কার যেন চুল উড়ছে বাতাসে কি জানি কি ভেবে চুল এসেছিলো উড়ে পথিকের বাড়ি। বাড়িটির বিশতলা ছাদে ঝুলে থাকে কার যেন শাড়ির আঁচল বারবার তাকিয়ে আমার দিকে করুণার চোখে। পথে এসে মনে মনে বলি, কী হবে বিলাপ…

  • যত্নে থাকুক জনক আমার

    যত্নে থাকুক সূর্যোদয়, আমাদের রাজপথ, দুপুরের ভেজা রোদ, শ্রাবণের মেঘ, বসন্তের দিন, যত্নে থাকুক। যত্নে থাকুক আমাদের প্রেম ভালোবাসা, যাবতীয় কথা, ঝিলিমিলি আশা গৃহস্থের সুখ, গৃহিণীর মায়া ভোরের কুসুম, দুরন্ত রেলের গাড়ি, শীতে ভেজা দোহারপাড়া, গোয়ালঘর, পথের মানুষ। নদী ও নদের চেনাজানা। যত্নে থাকুক, মেঘেদের ঘরবাড়ি, পুতুলের সংসার বালকের ঘুড়ি, বালিকার খাতার পাতায়, আমাদের কথন…