মাহবুব সাদিক

  • ন্যায়বিচারের দেবী

    কোথায় রয়েছো তুমি – কতকাল তোমাকে দেখি না আজ তর্জনী তুলেছে কাল ডেকে গেছে কালের তক্ষক, এই দুর্দিনে তুমি কোথায় লুকোলে বলো? বহুকাল কেটে গেছে বীভৎস কদর্য পা অবশ্যই ফেলে ছিল ওরা তোমার পৃথিবী জোড়া – হন্তারকের পদচ্ছাপ তবে এতই বিশাল? তবু এখনো হয় না বিশ্বাস প্রকৃত বাঙালি পারে ওরকম মহীরুহ ঝাড়ে-বংশে উপড়ে ফেলে দিতে!…

  • হাজার বছর পরে বঙ্গবন্ধু

    (অন্নদাশঙ্কর রায়ের ঋণস্বীকারপূর্বক) স্বপ্নেরা ভাঙে, স্বপ্নেরা গড়ে শিহরণ অবিরাম কল্পনা তার কাঁথা বুনে চলে দিনরাত একা একা স্বপ্নের গায়ে কখনো দেখেছি প্রগাঢ় রক্তলেখা জ্বলজ্বলে রাঙা ক্ষত, আশার আকাশে ঘনিয়েছে কালমেঘ, আবার কখনো জীবন হেসেছে লীলায়িত সুখে, এভাবেই কতকাল কেটে গেছে এই বাংলায় হাজার বছর – কত আনন্দে কতটা তৃষায় কেটেছে দিবস-নিশি বদলেছে কাল – মানুষ…