মুহম্মদ মাহমুদুর রহমান

  • হুমায়ূন আহমেদের ফেরা : ভাটির মানুষের জীবনকাব্য

    হুমায়ূন আহমেদের ফেরা : ভাটির মানুষের জীবনকাব্য

    ফে  রা উপন্যাসের ভূমিকায় নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ বলেছেন, ‘‘ফেরা’র গল্প ভাটি অঞ্চল নিয়ে’ (হুমায়ূন আহমেদ, ফেরা, উপন্যাস সমগ্র, দ্বিতীয় খণ্ড, ঢাকা, প্রতীক প্রকাশনা, ২০১৮, ভূমিকা)। হুমায়ূন আহমেদের ভাটি অঞ্চল নিয়ে মুগ্ধতা ছিল। তিনি ভাটির দেশের লোক; হাওরের মায়াময় সৌন্দর্য, হাওরবাসীর উদাসী ও সংগ্রামী জীবনালেখ্য তাঁর ফেরা উপন্যাসের মুখ্য বিষয়। বাংলাপিডিয়ায় ভাটি অঞ্চলের টীকায় বলা…