মুহাম্মদ ফরিদ হাসান

  • কবির বঙ্গবন্ধু, কবিতায় বঙ্গবন্ধু

    কামাল চৌধুরী শুধু একজন সুখ্যাত কবিই নন, তাঁর সম্পাদনা-দক্ষতাও অনন্য। মহাকালের তর্জনী গ্রন্থের ভূমিকা থেকে শুরু করে কবিতা নির্বাচন পর্যন্ত সর্বত্রই তাঁর সেই নৈপুণ্যের ছাপ সুস্পষ্ট। বইটির ভূমিকায় তিনি বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাচর্চার আদ্যোপান্ত তুলে ধরেছেন। এই বইটি পড়ে অনেকেই হয়তো প্রথম জানবেন – বঙ্গবন্ধুকে নিয়ে কবিতাচর্চার সূচনা হয়েছে পঞ্চাশের দশকে। কথাসাহিত্যিক বনফুলের আড়ালে কবি বনফুলও…