মোহাম্মদ আজম

  • রণজিৎ গুহের সাধনা : উত্তর-ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডের নিরিখে

    রণজিৎ গুহের সাধনা : উত্তর-ঔপনিবেশিক জ্ঞানকাণ্ডের নিরিখে

    বই-প্রকাশের হিসাব ধরলে রণজিৎ গুহের (১৯২৩-২০২৩) লেখালেখির বয়স প্রায় ষাট বছর। এর মধ্যে অন্তত চল্লিশ বছর ব্রিটিশ ঔপনিবেশিক শাসন তাঁর লেখাপত্রের, বলা যায়, কেন্দ্রীয় বিষয়। ১৯৬৩ সালে প্রকাশিত হয়েছিল তাঁর পয়লা কেতাব অ্যা রুল অব প্রপার্টি ফর বেঙ্গল। বিষয় চিরস্থায়ী বন্দোবস্তের দার্শনিক ও দৃষ্টিভঙ্গিগত পটভূমি। ১৭৯৩ সালের চিরস্থায়ী বন্দোবস্ত বা পার্মানেন্ট সেটেলমেন্ট ভারতে প্রলম্বিত ব্রিটিশ…