মো. শহীদুল আমিন

  • ‘কলঙ্কিত’ কোলাহলের এক মহানগর

    ‘কলঙ্কিত’ কোলাহলের এক মহানগর

    এক যে গল্প দিয়ে এই নিবন্ধের সূত্রপাত, তা কমবেশি আমাদের সকলেরই জানা। রবীন্দ্রনাথ বলেছিলেন কবিতায়। তবে এর একটা অন্তর্নিহিত প্রতীকী তাৎপর্য দাঁড় করানো যায়। এক প্রভাতে ঘুম ভাঙল রাজার। হঠাৎ করেই তিনি লক্ষ করলেন, তাঁর পা ধুলোবালিতে সয়লাব। বিব্রতকর এবং বিরক্তিকর ব্যাপার। এর একটা বিহিত করা দরকার। তখনো জুতা আবিষ্কার হয়নি। মন্ত্রীর ডাক পড়ল। রাজা…