শওকত হোসেন

  • ক্লাবঘর

    বৃষ্টি এলেই ক্লাবঘরে যাই – হালকা ভেজা, পুরো ভেজা সবাইকে সবাই পাই – কেউ আসে মাথলা মাথায়, কেউ আসে কলাপাতায়, কেউ বা আবার শিকভাঙা ছাতা। শালিক একটা ভিজে জবুথবু, বসেছে কাছেই কাঠের কার্নিশে টানা বারান্দায়। ছাগল ঢুকেছে বাচ্চাসহ এখনো পান চিবোয় – একটু বাদে চৌকাঠ ঘেঁষে বুকে পিঠে তারা শোয়। আছিয়া-আমেনা লুডু নিয়ে বসে যায়…