শফিক ইমতিয়াজ

  • বঙ্গনারী

    শ্যামল শোভার নদী একে একে মেশে এসে যে সমুদ্রে শোভিত সে-সমুদ্রও অপলক দ্যাখে যার রূপের উদ্ভাস সে অতুল বঙ্গনারী, সবুজ কাঁটার ঝাড়ে গ্রীবাউঁচু ফুল। যদিও সৃজনীপ্রভা তার উপেক্ষিত স্বীকৃতির প্রতিবন্ধী চোখে জীবনের খরপথে অবিরাম হেঁটে হেঁটে বিক্ষত পা প্রকৃতিপ্রেম ও শিল্পচেতনার নিভৃত আকর সে জ্বলে প্রেমের মোতি প্রেমিকের চোখে সে তার আপন চোখে ছেঁড়ে তবু…