সন্দীপ কুমার মিস্ত্রী

  • একাত্তরের বৃষ্টিদিন

    কিছু বৃষ্টিদিন আমি ভুলে যেতেই পারি এই যেমন ভুলে গেছি বৃষ্টিদিন একাত্তরের। ঝুম বৃষ্টির দুপুরে এসেছিল ছেলেগুলি, শক্ত চিবুক, ঠিক মেঘের গর্জনের মতো; রাইফেল উঁচিয়ে ভেজা আকাশের দিকে তাকিয়ে ওরা বলেছিল, ‘জয় বাংলা’, ‘জয় বাংলা’। ভাতের হাঁড়িতে বুদ-বুদ শব্দে ফেনা জমে ওঠে গরম ভাতের গন্ধে ছেলেরা সমস্বরে শপথ নেয়, খেতে পাক সাত কোটি বাঙালি, স্বাধীন…