সর্বাণী বন্দ্যোপাধ্যায়

  • কাঁথা               

    কাঁথা               

    মাঝেমাঝে মনে হয় হাওয়ায় শব্দ ওড়ে। কারা যেন গান গায়। নৌকা ভাসায়। আবছা হয়ে যাওয়া নীল জলে, ভেসে থাকা সমুদ্রের ফেনার মতো পুরনো সেসব দিন ঘুরেফিরে আসে। মাঝরাতে ঘুম ভেঙে নিজের ভাবীকাল, অতীত, বর্তমান একাকার করে দেখা বড় বেদনার। কেন এই জন্ম, এখানে কী পাওয়ার আছে? সব হারানোর আগে কোথায় দাঁড়াবে সে? কোন মাটিতে? তখন…