হানযালা হান

  • নীল অপরাজিতা

    একটা কুমারী ফুল, সদ্য ফুটেছে, কারো নজরে পড়েনি, যেমন কোমল রং, তেমন মৃদু পুরুত্ব, সে কেবল হাসছে, আর তার চারপাশে যা যা আছে, গাছ-পাতা, দূরের সূর্য, বাগানের মালি, প্রজাপতি, সবাইকে ডাকছে, বলছে – দেখো আমি ফুটেছি আমি ফুটেছি, আমাকে একবার ছুঁয়ে দাও; একটা গন্ধগোকূলের ইচ্ছে অপরাজিতা ফুলের সঙ্গে দেখা করবে; ফুল তো কুমারিত্ব হারানোর ভয়ে…

  • সুন্দরবন

    পৃথিবী এখানে ঘুমিয়ে থাকে – জেগে থাকে একটি নদী – ঝরনার ভাষায় সে-কথা বলে, পাখিরা এখানে বৃক্ষের মমতায় ডানা মেলে – জেগে থাকে একটি অরণ্য – পাতার বাঁশিতে সে সুর তোলে, প্রসব কাতর মাছেরা এখানে আশ্রয় খোঁজে – জেগে থাকে একটি জলঘুঘু – ক্ষুধার চোখে সে রোদ পান করে; এখানে বাতাসের সাথে জলের কণারা কথা…