আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০

https://youtu.be/mA9nvR_aSos

সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম  বাংলাদেশের নবীন কবি ও লেখকদের সাহিত্যের সৃজনধারায় গতি সঞ্চারের উদ্দেশ্যে ২০০৮ সাল থেকে ‘কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার’ প্রদান করে আসছে। এই পুরস্কার নবীনদের সাহিত্যচর্চা ও সাধনাকে সঞ্জীবিত করেছে। এ বছর আইএফআইসি ব্যাংককে সাথে নিয়ে বাংলাদেশের সাহিত্যের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার প্রত্যয়ে প্রদান করা হচ্ছে আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০

আইএফআইসি ব্যাংক নিবেদিত কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ২০২০ অর্জন করেছেন – কথাসাহিত্যে তিমিরযাত্রা গ্রন্থের জন্য মোজাফ্ফর হোসেন, প্রবন্ধ-গবেষণায় চলচ্চিত্রনামা  গ্রন্থের জন্য মাসুদ পারভেজ, মুক্তিযুদ্ধবিষয়ক সাহিত্যে ১৯৭১: বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং গ্রন্থের জন্য ইজাজ আহমেদ মিলন এবং শিশু-কিশোর সাহিত্যে স্কুলে মুক্তিযুদ্ধ হয়েছিল গ্রন্থের জন্য রণজিৎ সরকার। বিচারকমণ্ডলীর সিদ্ধান্ত অনুসারে এবার কবিতা বিভাগে উল্লেখযোগ্য গ্রন্থ জমা না পড়ায় এ-বছর চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হচ্ছে।

আগামী ১৮ জুন শুক্রবার সন্ধ্যা ৭টায় একযোগে কালি ও কলম এবং আইএফআইসি ব্যাংকের ফেইসবুক পেইজে পুরস্কার প্রদান অনুষ্ঠানটি দেখানো হবে।   এ আয়োজনে অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিশিষ্ট কথাসাহিত্যিক ওয়াসি আহমেদ এবং পশ্চিমবঙ্গের রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পবিত্র সরকার।  সংগীত পরিবেশন করবেন অদিতি মহসিন।