সিরাজুল ইসলাম
-
শূন্য অতীত শুধু ঝুলে থাকে –
সিরাজুল ইসলাম চলতি পথের পাশেই ডুমুরের এক ডালে কবেকার কোন এক পাগল ফেলে রেখে জামাকাপড়ের বোঝা – নিতান্ত অবহেলায় চলে গেছে সে অজানার পথে, উলঙ্গ শরীরে সামান্য কদিনের স্মৃতিটুকু তার ঝুলে আছে ডুমুরের ডালে। কালের অতল গহবরে প্রতিনিয়ত বিলীন হয়ে যায় কতকিছু নতুনের আবাহনে জেগে ওঠে ঝরাগাছে আবারো নতুন কচিপাতা। আলোকবর্ষের কোনো এক…