আদিত্য নজরুল

  • বৈষয়িক

    আদিত্য নজরুল কে কার প্রতিবিম্ব এই নিয়ে গভীর ভাবতে থাকি। একান্তে নিজের প্রতিবিম্ব দেখতে দেখতে ভাবতে থাকি পাখা জন্মানোর পরে উইপোকার মৃত্যু হয় কেন? উইপোকা কিংবা উটপাখি কি পাখি সম্প্রদায়ের কেউ নয়? সান্ত্বনা দিই এই বলে পাখা পাইনি ভালোই হলো ডানায় তো থাকে সীমাবদ্ধ উড়াল কে কার প্রতিবিম্ব আহা বিখ্যাত আয়না তোমার জন্ম না হলে…

  • অনুভূতিদেশ

    আদিত্য নজরুল তুমি বরং হারিয়ে যাও কিছুটা জটিল হারিয়ে যাওয়ার সূত্র দিয়ে।   তুমি হারিয়ে গেলেই সুঁই হারানো গৃহিণীর শ্রমে খুঁজবো তোমাকে হাতের তালুর স্পর্শে।   খুঁজে খুঁজেধ তোমাকেও পাবো নতুনভাবে।   জীবন যেভাবে মৃত্যুকে খুঁজে নেয় তুমি হারিয়ে গেলেও খুঁজে নেব সেইভাবে।

  • তৃতীয় নয়ন

    আদিত্য নজরুল চেয়েচিমেত্মই চলছে এ-পৃথিবী।   যার যতটুকু প্রয়োজন হরণ করছে বিবিধ কৌশলে কোকিলের ঠোঁট থেকে কেউ কেউ ছিনিয়ে নিচ্ছে বসমেত্মর গান।   সন্ন্যাস নিয়ে বসেছিল যে-অরণ্য বেহায়া নগর এসে দ্রৌপদীর বস্ত্রের মতোই খুলে দিলো ছায়ায় লাবণ্য।   মৌজায় মৌজায় দেখি আইল সম্প্রসারণের দ্যুতি মাচানে বইছে যে লাউয়ের ডাঁটা তার চাওয়াও এখন দুর্বোধ্য নয়।  …

  • স্মৃতি

    আদিত্য নজরুল   একদিন বৃষ্টি হয়েছিল …   শহরের সবকটি গলি জল পেটে ধরে তুলেছিল পোয়াতি কোমল ঢেউ …   একদিন বৃষ্টি হয়েছিল …   তুমুল বৃষ্টিতে ভিজে তোমার ঠোঁটের ঠিক মাঝ থেকে বৃন্তচ্যুত পাপড়ির মতো টুপ করে ঝরে পড়ল দু-একটা চুমো … সূক্ষ্ম সূক্ষ্ম চুমোগুলো কুড়াতে কুড়াতে কেঁপে উঠেছিলাম …   একদিন বৃষ্টি হয়েছিল…