তৃতীয় নয়ন

আদিত্য নজরুল

চেয়েচিমেত্মই চলছে এ-পৃথিবী।

 

যার যতটুকু প্রয়োজন

হরণ করছে বিবিধ কৌশলে

কোকিলের ঠোঁট থেকে

কেউ কেউ ছিনিয়ে নিচ্ছে বসমেত্মর গান।

 

সন্ন্যাস নিয়ে বসেছিল যে-অরণ্য

বেহায়া নগর এসে

দ্রৌপদীর বস্ত্রের মতোই

খুলে দিলো ছায়ায় লাবণ্য।

 

মৌজায় মৌজায় দেখি

আইল সম্প্রসারণের দ্যুতি

মাচানে বইছে যে লাউয়ের ডাঁটা

তার চাওয়াও এখন দুর্বোধ্য নয়।

 

চেয়েচিমেত্মই চলছে এ-পৃথিবী

এ যেন ভিক্ষাবৃত্তির বিবিধ কৌশল।

 

বলো, আমার কোমল মন

তোমার মনের কাছে চেয়েছে যে-ভালোবাসা

এও কী ভিক্ষাবৃত্তির নয়া কৌশল?