ইব্রাহীম ফাত্তাহ্

  • প্রকৃতির প্রতিফলন

    প্রকৃতির প্রতিফলন

    শিল্পের সৃজন প্রক্রিয়ার ভেতরে ও বাইরে সবচেয়ে বেশি যা কিছুর প্রয়োগ দেখা যায় – তার মধ্যে প্রকৃতি প্রধান। মানুষ তো প্রকৃতিরই ভূমিপুত্র-ভূমিকন্যা। এই দুইয়ে মিলে শিল্পের রূপায়ণ হয়। সে-সৃজন যথার্থ ও সার্থক হয়ে ওঠে মানুষের সঙ্গে নিসর্গের মিথস্ক্রিয়ায়। আমরা যদি তাকাই প্রাচ্যের পারস্যে, চীন কিংবা জাপানের চিত্রকলায়, যদি খেয়াল করি কাংড়া নামে ভারতীয় পাহাড়ি অনুচিত্রের…