চুরি হয়ে যায় যে-জীবন

  • চুরি হয়ে যায় যে-জীবন

    ঘুমের ভেতরে আর এক ঘুম এসে চুরি করে নিয়ে যায় দিন যাপনের খেলা – সেই শৈশব আর দেখি না, দেখি না কৈশোর, তারুণ্যের কাল; আর শৈশবের সেই নদীটি – স্রোতে ভাসমান রাজহাঁসগুলো দেখি না পৈতৃক ভিটেয় ফুলে ফুলে ছেয়ে থাকা কামরাঙা গাছটি কোথায় – এভাবেই তবে চুরি হয়ে যায় আমাদের অতীত! এক ঘুমের ভেতরে তবে…