জুয়েল মাজহার

  • রঁদেভু

    অজ্ঞাতবাসের কালে ছদ্মবেশী পাণ্ডবের দল শমীবৃক্ষোপরে, এর গভীর খোঁড়লে যে-রকম সকলের অগোচরে গাণ্ডীব কবচ শঙ্খ আর পরিপূর্ণ শরে-ঠাসা দিব্য-যুগ্ম তূণ রেখেছিল সেভাবে আমিও বহু হরষিত গোপন আয়ুধ (বিলোল কটাক্ষসহ, ভ্রু-জোড়ার আমন্ত্রণসহ) তোমার আতপ্ত মর্মে, মধুকূপে লুকিয়ে রেখেছি; পারদের নদীপথে ভাসে তরী। অর্চনা-আরতি আমাদের এ-রভস জমেছিল পিংক রঁদেভুতে; চুমুর পরাগ-রাঙা শহরের মেট্রোর দেয়াল! পোশাকের পাপ মুছে…

  • মমিফুল

    অন্যের বাগানবাড়ি এর পাশে আজীবন ঘোরা শুধু হলো খাদের কিনার ধরে অশেষ পতনভরা পথে বহুকাল ঝুঁকে থাকা হলো বাড়ি নেই। দু-পায়ে জখম নিয়ে খুঁজে চলি বাড়ির ঠিকানা দেহ চলে ঊর্ধ্বপথে। ভুষো-কালি-দিয়ে-আঁকা কোনো এক বাড়ির চাতালে এই ভ্রমণ ফুরালে নিথর মমির পাশে সদয় জোনাকি এসে কিছুকাল চুপ বসে থাকে মমিফুলে ভরে ওঠে পৃথিবীর ভোর ও বাগান

  • ইশতাহার : নতুন প্রেমের

    ১. বলেছি এসো না; শোনো, এতো কম শীতে ততোখানি জমবে না প্রেম; যদি না কঠোর হিমে হৃদয়ের ত্রসরেণু বরফে কঠিন হয়ে ওঠে। তাহলে অপেক্ষা করি চলো পথ ক্রমে ঢেকে যাক অবিরাম তুষারে তুষারে। যাতে, অবাধে চালাতে পারি স্লেজ ২ আজো যদি প্রেম কিছু বেঁচে থাকে, অবশিষ্ট থাকে নিজেদের ঘাড় মটকে, হৃৎপিণ্ড খুবলে খেয়ে বেঁচে থাকতে…