অজ্ঞাতবাসের কালে ছদ্মবেশী পাণ্ডবের দল

শমীবৃক্ষোপরে, এর গভীর খোঁড়লে যে-রকম

সকলের অগোচরে গাণ্ডীব কবচ শঙ্খ আর

পরিপূর্ণ শরে-ঠাসা দিব্য-যুগ্ম তূণ রেখেছিল

সেভাবে আমিও বহু হরষিত গোপন আয়ুধ

(বিলোল কটাক্ষসহ, ভ্রু-জোড়ার আমন্ত্রণসহ)

তোমার আতপ্ত মর্মে, মধুকূপে লুকিয়ে রেখেছি;

পারদের নদীপথে ভাসে তরী। অর্চনা-আরতি

আমাদের এ-রভস জমেছিল পিংক রঁদেভুতে;

চুমুর পরাগ-রাঙা শহরের মেট্রোর দেয়াল!

পোশাকের পাপ মুছে দিব্যোন্মাদ আমরা তখন

নিধুবনে মত্ত। ট্রেনে! দেহের মশালে রাত্রি লাল

মধুর নহর এক, দেখি, তুমি রেখেছ প্রস্তুত

পিপাসার্ত আমি তাতে বাঞ্ছা করে ডোবাই রসনা

শমীবৃক্ষে চড়ে বসি। তুমি বলো : পেয়েছ গাণ্ডীব?

তা না হলে নেমে এসো। এবার খোঁড়লে ঢোকো সোনা