পথে পথে ভুল

পথে পথে কত ভুল হলো

ভুল হলে ফুলের গন্ধও কমে যায়

তখন নতুন দিন পুরনোর মতো মনে হয়

বিষণ্ন বিকেলে তাই পরিশুদ্ধ হতে গিয়ে

ভুলের তালিকা আরো দীর্ঘ হয়ে যায়

কখনো কখনো তাই জিগীষার ডানাগুলো

চমকে দিয়ে নিজেকেই প্রশ্ন করে ওঠে

কাকে বলে শুদ্ধাচার, পরিশুদ্ধ কার অবয়বে?

উত্তর খুঁজতে গিয়ে মনে হলো

নেই, তবে ছিল কিছু জোনাকির আলো।