একদিন ঘাস হয়ে যায়

তুমি আছ বলেই আজো আমি রাজপথে মিছিলে মিছিলে 

তুমি আছ বলেই আজো আমি অস্ত্র কাঁধে গহিন জঙ্গলে

তুমি আছ বলেই আজো আমি পাথর ছুড়ি পশ্চিম তীরে 

কিন্তু কার সঙ্গে ফাইট করি বলো!

যেদিকে তাকাই দেখি প্রতিবন্ধী সব। 

হৃৎপিণ্ড ড্যামেজ হয়ে গেছে কারো কারো

কারো চোখে আদিগন্ত ছানির বিস্তার

কেউ আবার শোনেই না দুই কানে পাখির কূজন

কিন্তু কার সঙ্গে ফাইট করি বলো!

যেদিকে তাকাই দেখি প্রতিবন্ধী সব।

প্রিয়তমা, যতবার তোমাকে আমি ছুঁয়ে যেতে চাই   

তুমি শুধু হয়ে ওঠো দূরারোহ দীর্ঘ তালগাছ

মনে রেখো, তালগাছে মানুষ ওঠে, হিমালয়ে ওঠে

মানুষের পদতলে তালগাছও একদিন ঘাস হয়ে যায় 

ফাইটের বিকল্প নেই সাম্যবাদ, যুদ্ধে রেডি থেকো।  

তুমি আছ বলেই আজো আমি রাজপথে মিছিলে মিছিলে 

তুমি আছ বলেই আজো আমি অস্ত্র কাঁধে গহিন জঙ্গলে 

তুমি আছ বলেই আজো আমি পাথর ছুড়ি পশ্চিম তীরে  

প্রিয়তমা, ভালোবাসা – দীর্ঘজীবী হোক

                সংগ্রাম – দীর্ঘজীবী হোক 

                বিপ্লব – দীর্ঘজীবী হোক।

Published :


Comments

Leave a Reply